Friday, December 30, 2016

Imam Shawkani

01) Muhammad ash-Shawkani (1759–1839) was a Yemeni scholar of Islam, jurist and reformer.

02) Born into a Zaydi Shi'a Muslim family, ash-Shawkani later on adopted the ideology within Sunni Islam and called for a return to the textual sources of the Quran and hadith. As a result, he opposed much of the Zaydi doctrine. He also opposed Sufism.
03) Beyond Yemen, his works are widely used in Sunni schools. He also profoundly influenced the Ahl al-Hadith in the Indian subcontinent (such as Siddiq Hasan Khan) and Salafis in Saudi Arabia and across the globe.
04) বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞান-গবেষণার অন্যতম পুরোধা মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী। জ্ঞান-গবেষণা, অধ্যাপনা, গ্রন্থ রচনা ও বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে যে সকল মনিষী অবিস্মরণীয় হয়ে আছেন, তাঁদের একজন হলেন তিনি। আশ-শাওকানী ছিলেন একাধারে চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক, সুসাহিত্যিক, কবি, আইনবিদ ও যোগ্য বিচারক। আল্লামা আশ-শাওকানী সে যুগের একজন সুযোগ্য মুজতাহিদ ছিলেন। তিনি কুরআন সুন্নাহর আলোকে ইসলামের প্রকৃত রুপরেখা অত্যন্ত যোগ্যতার সাথে তুলে ধরেছেন। তিনি মাযহাব ও ব্যক্তি বিশেষের তাকলীদ তথা অন্ধ অনুকরণের আবর্ত থেকে বেরিয়ে মুক্ত ও স্বাধীন চিন্তা অনুশীলনের পথে পা বাড়ান। ইজতিহাদ অর্থ্যাৎ চিন্তা গবেষণা করে মাসআলা চয়নে তিনি ছিলেন পারদর্শী। ইসলামী আইন শাস্ত্রে তাঁর ছিল বিশেষ পান্ডিত্য। বিচার কার্যেও তার দক্ষতা ও যোগ্যতা ছিল সুবিদিত। তিনি শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং লিখনীর মাধ্যমে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস করেছেন। তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। 
05) His Works ..... 
অন্যতম তাফসীর ফাতহুল কাদীর

অন্যতম বৃহৎ হাদীস সংকলন “নাইলুল আওতার”
06) Imam al-Shawkani (d. 1250H) on the Writings, Da'wah and Adversaries of Shaykh Muhammad Bin Abd Al-Wahhaab  ... LINK  
07)  He memorized the Qur'an and many other texts at a young age, before he reached ten years of age. 
08)  Youtube Video Lecture :   Great Muslims In History: Muhammad ash-Shawkani (Part 1/2) (Part 2/2) by Dr. Muhammad Musa Al-Shareef
09) মনসুর হাল্লাজ, ইবনে আরাবী সম্পর্কে কাজী শাওকানীর অভিমত 
10) Al Shawkani & Fat’h Al Qadeer
11) মুহাম্মদ আলী আশ-শাওকানী : His books in Arabic , English , Bangla 

12) Article:  আল্লামা মুহাম্মাদ ইবন ‘আলী আশ্ শাওকানীঃ জীবন ও কর্ম  PDF File 
লেখকঃ ড. মুহাম্মাদ ছামিউল হক ফারুকী
13) সাহাবায়ে কেরাম সম্পর্কে কাজী শাওকানী ও নওযাব সিদ্দিক হাসান খানের জঘন্য বক্তব্য: LINK 
14) দোয়ার মধ্যে অসিলা অবলম্বন করার শরয়ী হুকুম ........
"শায়খুল ইসলাম আল্লামা ইমাম তকি উদ্দিন বিন তাইমিয়াহ (কুদ্দুসু সিররুহুল আযীয ওয়া আলাইহির রাহমাহ) তিনি একমত। আল্লামা ইমাম শাওকানী তাঁর ফাতওয়াও এ রকম। [দ্রষ্টব্য, নাইলুল আওতার পৃষ্ঠা ৯, খন্ড ৪, আল্লামা ইমাম শাওকানী ]"
15) তাওহীদ  ..... 
​​”​তাওহীদ হলো ​​সমস্ত​ দোয়া,​ সমস্ত ​কান্নাকাটি, ​সাহায্য ​চেয়ে ​সমস্ত​ আবেদন, ​সমস্ত ​আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে।”

— ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী​ [মৃ্ত্যু ১২৫০ হিজরি, ১৮৩৪ ঈসায়ী]


​[​আল দূর আল-নাদিদ​​]
16) হযরত মুয়াবিয়া রা. এর প্রতি কাজী শাওকানীর অভিশাপ: আহলে হাদীসদের গুরু কাজী শাওকানী ......  LINK
17) ইমাম শাওকানী (রহঃ) ইবনে হাজার (রহঃ) এর এ উক্তিটি উদ্ধৃত করার পর বলেন: LINK
18)  ইমাম শাওকানী এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন : LINK
19)  ইমাম শাওকানী [রহ.] বলেন- “পর-নারীর সাথে নির্জন সাক্ষাত ঐকমত্যে হারাম। হারাম হওয়ার কারণ তাদের তৃতীয়জন শয়তান, যা হাদীসেই স্পষ্ট। শয়তানের উপস্থিতি তাদেরকে হারাম লিপ্ত করবে, তবে মাহরামসহ সাক্ষাত বৈধ। কারণ, তার উপস্থিতিতে পাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই।” LINK
20) ইমাম শাওকানী (রহঃ)-এর মতে, ‘তাকলীদ হ’ল বিনা দলীলে অন্যের মত গ্রহণ করা, যার মত দলীল হিসাবে সাব্যস্ত হবে না’। (ইমাম শাওকানী, ইরশাদুস সায়েল ইলা দালায়িলিল মাসায়েল, পৃঃ ৪০৮।)। LINK
21)  ... শাওকানী রাহ. (নাইলুল আউতারে) ও শামসুল হক আযীমাবাদী (আওনুল মা‘বুদে) এর সনদকে জায়্যিদ তথা উত্তম বলেছেন। .... "প্রসঙ্গ : আকীদায়ে হায়াতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" LINK 
22)  আল্লামা শাওকানী বলেন, ‘দাবা খেলার ব্যপারে ফকিহরা মতদ্বন্দে লিপ্ত। ইমাম নুববী বলেন, তা মাকরুহ; হারাম নয়। একদল তাবেয়ী থেকে এ রূপ কথা বর্ণিত আছে। [. শাওকানী, নাইলুল আউতার,খ-৮,পৃ-১৭৫] ... LINK 
23) যা না জানলে মুসলিম থাকা যায় না  ........
 আল্লামা শাওকানী ফাতহুল কাদীরে হযরত মালেক বিন আনাসের উদ্ধৃতি দিয়ে বলেছেন : আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদাত করা হয় তাই তাগুত। (প্রশ্নোত্তরে ইসলামী আকীদাহ, আ.ন.ম. রশীদ আহ্মাদ, ৯ পৃষ্ঠা)। .... LINK 

24) ইমাম শাওকানী রহ. বলেন : এ আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে দুআ অন্যতম ইবাদত। ... LINK  
25) Was Imam Al Shawkani A Sufi?
26)  IMAM SAKHAWI ..... Biography
27)  Imam Al-Shawkani: Promoting Evidence Based Religion ... LINK 
28) Revival and Reform in Islam: The Legacy of Muhammad al-Shawkani ... LINK 
29) Imam ash-Shawkani ..... many links are here --->>  LINK
30) Fathul Qadeer .... an introduction
31) Imam al-Shawkani in al-Badir al-Tali' on music: "Music is not something that should be strongly rebuked."
32) Prohibition of Musical instruments and immoral songs in Islam .....
 Imam Shawkani wrote an important book on this issue titled Ibtal Da 'watul Ijma ala Tahreem Mutlaqis Sima  .... LINK 
33) The Prostration is an Independent act of Worship- Imam Ash-Shawkani (1250H) .... LINK 
34) Ad-Durur Al-Bahiyah fi Masaa’il Al-Fiqhiyyah by Imam Shawkani (Kitab Tahara Translated – Ch 9) .... LINK 
35)








Link for 1,2,3
Link for 4, 5, 

No comments:

Post a Comment