আমেরিকান (মুসলিম!) স্কলার
Source LINKআমেরিকান স্কলার! ইয়াসির কাদি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন আরেকজন আমেরিকান মহিলা স্কলারের প্রতি সাপোর্ট জানিয়ে। ঐ ভদ্রমহিলার নাম “লিন্ডা সারসুর”। লিন্ডা সারসুরকে জানবার জন্য তাঁর টুইটার একাউন্ট ফলো করা শুরু করলাম। দেখলাম ভদ্রমহিলা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা, সমকামী বিবাহের বৈধতা দেবার পক্ষের মানুষ। এই বিষয়ে লেখালেখি করেন।